youremail@gmail.com শুক্রবার, ১লা মার্চ ২০২৪, ১৮ই ফাল্গুন ১৪৩০
ব্রেকিং:
  • নবায়নযোগ্য জ্বালানি, হাই-টেকসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী চীন। পিএসজি ছাড়তে চান নেইমার, নতুন ঠিকানা হিসেবে পছন্দ প্রিমিয়ার লিগ

সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন রুতুরাজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৩, ২৩:৩৫

রুতুরাজ গাইকোয়াদ। ফাইল ছবি

ডট বল ডেস্কঃ রাঁচিতে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে স্বাগতিকরা। চোটের কারণে কিউই সিরিজ শেষ রুতুরাজ গাউকোয়াদের।

কব্জির চোটে পড়েছেন রুতুরাজ। যে কারণে কিউই সিরিজে পাওয়া যাচ্ছে না তাকে। ইনজুরির পর গত মঙ্গলবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করেছেন রুতুরাজ। ইনজুরি ও পরবর্তী পুনর্বাসনের জন্য এনসিএতেই থাকতে হচ্ছে তাকে। এদিকে রুতুরাজের বিকল্প হিসেবে এই কোনো ক্রিকেটারকে দলে নেওয়া হয়নি ভারত।

রুতুরাজের ছিটকে যাওয়া প্রসিঙ্গে বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, ‘হ্যাঁ, কব্জিতে চোট নিয়ে এনসিএ-তে রয়েছেন রুতুরাজ। আমরা এখনও জানি না এটি গুরুতর কি না। তবে সিরিজের সংক্ষিপ্ত সময়সূচী বিবেচনায় তাকে পাওয়ার সম্ভবনা খুবই কম।’ 

উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার কব্জির চোটে পড়েছেন ওপেনার রুতুরাজ গায়কোয়াদ। এর আগে কব্জির চোটে গত বছর শ্রীলঙ্কা সিরিজ মিস করেছিলেন তিনি। চলতি বছরও শ্রীলঙ্কা সিরিজে একাদশেই জায়গা হয়নি রুতুরাজের। 

 

-ডট বল/টিএ

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর

Chat with us